চাঁদপুর খবর রির্পোট :গতকাল ১৪ অক্টোবর সাম্প্রতিক ঘুর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের লক্ষে চাঁদপুর সদর উপজেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা আহবান করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ভাঃপাঃ) মুহাম্মদ হেলাল চৌধুরী মহোদয়,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রফিকুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় চাঁদপুর সদরে ঘুর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় গুরুত্বপুন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে । সেই সাথে জনপ্রতিনিধিদের মাঠে ব্যাপক প্রচার এবং ক্ষতিগ্রস্ত বক্তিদের পাশে দাঁড়ানোর অনুরোধ করা হয় ।