স্টাফ রিপোর্টার : বিগত বছরের মতো এ বছর চাঁদপুর চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ১৪ তম ইলিশ উৎসবের সফল সমাপ্তি হয়েছে।
১৪ তম ইলিশ উৎসবে বিশেষ সহযোগিতায় ছিল দৈনিক চাঁদপুর বার্তা, লাইভে ছিল দৈনিক চাঁদপুর কণ্ঠ, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন, পপুলার বিডি নিউজ সরাসরি ৫ দিনের ইলিশ উৎসব সম্প্রচার করেছে।
সমাপনী দিন গতকাল ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করে। তাতে স্যগীত পরিবেশন করে শুভ্র রক্ষিত, এম এইচ বাতেন, প্লাবন ভট্টাচার্য, মুন্না ঘোষ, রাজিব চৌধুরী।
সার্বিক ব্যবস্থাপনা ছিলেন দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক ও উৎসবের আহবায়ক সাংবাদিক কাজী শাহাদাত ।
তারপর আমরা আলোকিত নারী” সংগঠনের নারী নেত্রীরা ইলিশ রেসিপিতে অংশ গ্রহন করে। কেক কেটে ইলিশ রেসিপির উদ্ধোধন করেন রোটাঃ মনিরুল ইসলাম, কৃষ্ণা সাহা ও সাধনা সরকার অনু।পরে রেসিপিতে অংশ নেয় আমরা আলোকিত নারী” সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নীলা রহমান, ভাইস প্রেসিডেন্ট ডাঃ রাশেদা আকতার, স্যোসাল এডমিন মুসরাত মুন্নি, জয়েন্ট সেক্রেটরী আমেনা বারী, ফরিদগঞ্জেন কো অডিনেটর সুরাইয়া আহমেদ সুরু।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চতুরঙ্গের ভাইস চেয়ারম্যান কৃষ্ণা সাহা, সাধনা সরকার অনু, আমরা আলোকিত নারীর প্রেসিডেন্ট শারমিন আক্তার জঁুই কোয়েত থেকে ভাচ্যুয়ালে বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নীলা রহমান,ভাইস প্রেসিডেন্ট ডাঃ রাশেদা আকতার,স্যোসাল এডমিন মুসরাত মুন্নি,
বিকাল সাড়ে ৫ টায় অনিতা নন্দির পরিচালনায় সূরধ্বনি একাডেমীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে।
রাতে দ্বীপ দত্ত আকাশ ও কেয়া সিনহার পরিচালনায় শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিবেশনায় নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। নৃত্য পরিবেশন করে, দ্বীপ দত্ত আকাশ, কেয়া সিনহা,নাজমুল, হেপি,মৌসুমী।
রোটাঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে ও ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশিদের সঞ্চালনায় মুক্ত ভাবনায় অংশ গ্রহন করেন,রেনেসাঁ ব্যাঁন্ডের গীটারিস্ট রেজাউর রহমান রেজা,ইসলাম উদ্দীন বাবুর, শারমীন রহমান, চাঁদপুরে দায়িত্বরত এন এস আই উপ পরিচালক শাহ্ আরমান, ডাঃ মাসুদ হাসান, মানিক দেওয়ান।
মুক্ত ভাবনার আলোচনা সভার পূর্বে সংবধিত হয়ে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন রেনেসাঁ ব্যাঁন্ডের গীটারিস্ট রেজাউর রহমান রেজা,তার সহধর্মীনি শারমীন রহমান, শারমীন আক্তার জুঁই এর সম্মাননা স্মারক ক্রেস্ট গ্রহন করেন গর্ভধারিনি মা জেসমিন আক্তার জলি ও ইসলাম উদ্দীন বাবু।
ঢাকা কাদরি ডান্স ট্রুপের নৃত্যানুষ্ঠান ও কোলকাতার অতিথি শিল্পীদের নৃত্য পরিবেশনের মাধ্যমে ৫ দিন ব্যাপী চতুরঙ্গের আয়োজনে ১৪ তম জাতিয় ইলিশ উৎসবের সফল সমাপ্তি হবে।