চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে কনস্টেবল হতে নায়েক, নায়েক হতে এএসআই( সশস্ত্র) ও কনস্টেবল হতে এটিএসআই পদে ক্যাম্পিং প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১২সেপ্টেম্বর (সোমবার) চাঁদপুর পুলিশ লাইন মাঠে এটিএসআই পদে ক্যাম্পিং প্রশিক্ষণ এর উদ্বোধন করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
উদ্বোধন শেষে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো: মিলন মাহমুদ, বিপিএম (বার)। তিনি বলেন, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ সদস্যদের কেন্দ্রীয় মেধা তালিকায় প্রণয়ন করা হবে।
এই লক্ষ্য সঠিক ভাবে বাস্তবায়নের জন্য আপনাদের কঠোর ও বুদ্ধিমত্তার সহিত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। কঠোর প্রশিক্ষণ মাধ্যমে মেধা তালিকায় স্থান পাওয়া সম্ভব।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম উপস্থিত ছিলেন।