চাঁদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

গাজী মোঃ ইমাম হাসানঃ চাঁদপুরে ২ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

২০ নভেম্বর রবিবার সকাল ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামে ভার্চুয়ালী এই ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্ধোধন করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেন আগামী প্রজন্মকে তথ্য ও প্রযুক্তি নির্ভর জ্ঞান ও দক্ষতা অর্জন করে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।বিশ্বে এখন প্রতিনিয়ত প্রযুক্তির প্রতিযোগীতা ছড়িয়ে পড়ছে।এখন পিছিয়ে পড়ার সময় সেই।

ডিজিটাল তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমাদের জীবনমান উন্নত করার জন্যই এই ডিজিটাল উদ্ভাবনী মেলা।এই মেলার মূল লক্ষ হলো আমাদের সন্তানদের উদ্ভাবনী কাজগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া।নিজেদের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটিয়ে নিজ নিজ অবস্থার উন্নতি করা। পরিবার, সমাজ,দেশ ও বিশ্বের উন্নতিতে অবদান রাখা।যদি তা করতে সক্ষম হই তাহলেই আমরা ভারসাম্য মূলক বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাকে ডিজিটাল বাংলাদেশ পরিনত করতে পারবো।কারন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশের অধুনিক রুপায়ন হলো ডিজিটাল বাংলাদেশ।

তিনি আরোও বলেন আমাদের সামনের যে স্মার্ট বাংলাদেশ তথা স্মার্ট বিশ্ব।বিশ্বায়নের এই যুগে ৪র্থ শিল্প বিল্পবে আমাদের টিকে থাকতে হলে প্রযুক্তি নির্ভর নতুন ও দক্ষ শ্রমিক গড়ে তুলতে হবে।

ডা:দীপু মনি বলেন এই মেলার মূল উদ্যেশ্য হলো আমাদের ছাত্র-ছাত্রীদের মাঝে উদ্ভাবনী শক্তি ছড়িয়ে দেওয়া।ছাত্র-ছাত্রীদের জন্য একটি উন্নত, সুন্দর, বলিষ্ঠ বাংলাদেল গড়ে তোলার জন্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হানিসার নির্দেশে বিজ্ঞানসম্মত নতুন পাঠ্যক্রম সংযোজন করা হয়েছে। তারা যেন সৃজনশীন এবং মানবিক মানুষ হতে পারে। সরকারের এমন কোন খাতে নেই যেখানে ডিজিটাল মাধ্যমের ছোয়া লাগেনি।ডিজিটাল মাধ্যমের কারনে সেবার গতি বৃদ্ধি পেয়েছে, ভোগান্তি হ্রাস পেয়েছে।বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ হলো ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা।যিনি ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে কাজ করে যাচ্ছেন।

তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।বর্তামানে মোবাইল ইন্টারনেট সেবার কারনে আমাদের প্রতিনিয়ত কাজ গুলো অনেক সহজ হচ্ছে।তাই প্রযুক্তিকে ব্যবহার করে ৪র্থ বিশ্ব বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমাদের তৈরি হতে হবে।সাথে সাথে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রযুক্তির উদ্ভাবনী নতুন নতুন ক্ষেত্র নিয়ে কাজ করতে হবে।বৈষম্যকে দুর করার জন্যই প্রযুক্তিকে ব্যবহার করতে হবে।ডিজিটাল হাইটেক প্রযুক্তি দেশের প্রতিটি ইউনিয়নে প্রতিটি বিদ্যালয়ে দেওয়ার জন্য কাজ চলছে।

সোনার বাংলা গড়ার জন্য প্রযুক্তিই হবে আমাদের একটি শক্তিশালী হাতিয়ার।আমাদের খেয়াল রাখতে হবে প্রযু্ক্তিকে যেন ভালো কাজে ব্যবহার করি। আমাদের প্রজন্ম যেন প্রযুক্তির মধ্যে আটকে না যায়।নিজেদের সৃষ্টিশীলতাকে বিকাশের জন্যই প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।কোন ডিভাইস যাতে আপনার নিয়ন্ত্রন নিতে না পারে।তাই যে কোন ডিভাইসের সঠিক ব্যবহার সম্পর্কে জানতে হবে।যাকে কেউ সাইবার বুলিং এর স্বীকার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ,জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ,সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ,চাঁদপুর পৌর সভার মেয়র জিল্লুর রহমান জুয়েল,চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড.অসিত বরন দাস,সিভিল সার্জন ডাঃ সাখাওয়াত হোসেন,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন,পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।

ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ধোধন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে চাঁদপুর জেলা স্টেডিয়ামে এসে শেষ হয়।তারপর অতিথিরা বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু করেন।

২ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৮ টি উপজেলা থেকে ৮ টি উদ্ভাবনী স্টলসহ ৪ টি ভাগে মোট ৭০ টি রয়েছে।যেখান থেকে সেবা গ্রহীতারা যে কোন সেবা নিতে পারবেন।

একই রকম খবর