স্টাফ রির্পোটার : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে প্রবাসী কর্মীর ৭৪জন মেধাবী সন্তানদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কর্তৃক আয়োজনে এসব চেক বিতরণ করা হয়।
প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান কার্যক্রমের সূচনা করেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।
এ সময় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সফিকুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) এ. আর. এম. জাহিদ হাসান উপস্থিত ছিলেন।
এইদিন ৭৪ জন মেধাবী ছাত্র-ছাত্রীর হাতে সর্বমোট ২১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।