চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে বিষ্ফোরক আইনের মামলার আসামী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেতা জুবায়ের হোসেনকে গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
গতকাল শনিবার (৮ অক্টোবর) দুপুরে শহরের ষোলঘর এলাকা থেকে চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কফিল উদ্দিন তাকে গ্রেফতার করেন।
গ্রেফতার জুবায়ের হোসেন চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের হাঁপানিয়া গ্রামের জামায়াত নেতা রুস্তম খানের ছেলে।
পুলিশ জানায়, জুবায়ের এর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিষ্ফোরক (দাহ্য ও অতিদাহ্য পদার্থ) আইনের ১৬ (২) ধারায় একটি মামলায় ওয়ারেন্ট হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। সে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন ছাত্র শিবির চাঁদপুরের সক্রিয় একজন নেতা।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, গ্রেফতার শিবির নেতা জুবায়েরকে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।