চাঁদপুরে ৪ ডায়াগনষ্টিক সেন্টারকে সিলগালা করেছে সিভিল সার্জন

চাঁদপুর খবর রির্পোট: নানা অভিযোগের প্রমাণ পাওয়ায় চাঁদপুর শহরের ৪ ডায়াগনষ্টিক সেন্টারকে সিলগালা করেছে সিভিল সার্জন।

গতকাল ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে এক ভ্রাম্যমাণ অভিযানে এসব ডায়াগনষ্টিক সেন্টারকে সিলগালা করা হয়।

সিলগালাকরা ডায়াগনষ্টিক সেন্টারগুলো হলো শহরের গ্রীণ ভিউ ডায়াগনষ্টিক, তাকওয়া ডায়াগনষ্টিক, মিম ডায়াগনষ্টিক এবং ফেমাস ডায়াগনষ্টিক সেন্টার।

এসব তথ্য নিশ্চিত করে অভিযান পরিচালনাকারী চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন বলেন, মানসম্পন্ন টেকনেশিয়ান না থাকা, লাইসেন্স নবায়ন নেই, কাগজপত্র ঠিক নেই, চরম অস্বাস্থ্যকর ও অব্যবস্থাপনা থাকাসহ নানা অভিযোগে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় ওই ডায়াগনষ্টিক সেন্টারগুলো তালা মেরে সিলগালা করা হয়েছে। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, সিলগালা করা ডায়াগনষ্টিক সেন্টারগুলো চাঁদপুর সদর হাসপাতালের সম্মুখে গড়ে উঠে। দীর্ঘদিনের অভিযোগ ছিলো সদর হাসপাতালের রোগীদের দালালের মাধ্যমে ঐসব ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে যাওয়া হতো এবং পরীক্ষা নিরীক্ষার নামে হয়রানি ও বেশি টাকা আদায় করা হতো।

একই রকম খবর