চাঁদপুর পৌর বিএনপির লিফলেট বিতরণ

ইব্রাহিম খান : আগামী ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগীয় বিএনপির গনসমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুর পৌর বিএনপির উদ্যোগে শহরে লিফলেট বিতরণ করা হয়েছে।

১৯ নভেম্বর শনিবার সকালে পুরান বাজার এলাকায় এই লিফলেট বিতরণ করা হয় ।লিফলেট বিতরণ শেষে সভাপতির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি বলেন,কুমিল্ল বিভাগীয় বিএনপির গনসমাবেশ সফল করার লক্ষ্যে আমাদের এই লিফলেট বিতরণ।আমরা পৌরসভার প্রত্যেকটি এলাকায় এই লিফলেট বিতরণ করবো।

আপনারা দেখেছেন অন্যান্য বিভাগীয় গনসমাবেশ গুলোতে কি রকব জনজোয়ার সৃষ্টি হয়েছিলো।কুমিল্লাতে ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপির সমাবেশ দেখে সরকার ভয় পেয়ে গেছে ।যারফলে সরকার প্রতিটি সমাবেশে বাধার সৃষ্টি করেছে।কিন্তু জনজোয়ার বন্ধ করতে পারেনি।

চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনূর রশীদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ- সভাপতি মুজিবুর রহমান লিটন, আহাসান উল্লাহ সেন্টু,হুমায়ন কবির,যুগ্ম সাধারন সম্পাদক কাদির বেপারী, ঈমাম মিজি, সাংগঠনিক সম্পাদক শাহজালাল শেখ,সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা মীর আনোয়ার হোসেন বাচ্চু, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা,

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন শিশু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হীরন মাঝি,মাহবুব খান মুন্না, সুমন বেপারী, সোহেল গাজী, পৌর ছাত্র দলের আহ্বায়ক মামুন খান, সিনিয়ন যুগ্ম আহ্বায়ক বারেক ভূইয়া, যুগ্ম আহ্বায়ক ফয়েজ ঢালী,পৌর ওলামা দলের সাংগঠনিক সম্পাদক তানবির হায়দার রাসেলসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি / সাধারণ সম্পাদকসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম খবর