চাঁদপুর সদরে ডিজিটাল উদ্বোধনী মেলা’র সমাপনী

মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্বোধনী মেলা-২০২২ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৯নভেম্বর (বুধবার) চাঁদপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে চাভদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: হেদায়েত উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্দব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানাসহ অতিথিবৃন্দ।

এসময় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

একই রকম খবর