স্টাফ রিপোর্টারঃ ৪৯ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি কতৃক আয়োজিত চাঁদপুর সদর উপজেলার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
৯ সেপ্টেম্বর শুক্রবার চাঁদপুর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রীষ্ম কালীন খেলাধুলার সার্বিক ব্যবস্তাপনায় ছিলেন চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিস। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন চাঁদপুর সদর উপজেলা ভুমিকা কমিশনার মুহাম্মদ হেলাল উদ্দিন।
সভাপতিত্ব করেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, খেরুদিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, সফর মালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম।
ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে খেরুদিয়া দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয়েছেন বাবুরহাট উচ্চ বিদ্যালয়। হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বীর প্রতিক মমিনুল্যাহ পাটোয়ারী একাডেমি। বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বাবুরহাট স্কুল এন্ড কলেজ। এছাড়াও কাবাডি, সাতার ও দাবা খেলা সফলভাবে সমাপ্তি হয়েছে।