সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে লোগো উন্মোচন ও নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কলেজ মাঠে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, কলেজটি ৭৫ বছরে অনেক গুণীজন তৈরি করেছে। যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি, সেখানে আমাদের স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সভায় বক্তৃতা করে গেছেন। আমরা চাই, দেশের এ রকম সব শিক্ষাপ্রতিষ্ঠান তাদের ঐতিহ্য নানাভাবে স্মৃতিময় করে রাখুক।’
অনলাইনের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম মাল্টিমিডিয়ার মাধ্যমে তুলে ধরেন অনুষ্ঠানের সদস্যসচিব মো. জিল্লুর রহমান।
তিনি বলেন, ৭৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে অংশ নিতে প্রাক্তন শিক্ষার্থীপ্রতি দুই হাজার টাকা ও তাঁদের পরিবারের সদস্যপ্রতি এক হাজার টাকা নিবন্ধন ফি ধার্য করা হয়েছে। আগামী জানুয়ারি মাসের শেষ সপ্তাহের যেকোনো দিন অনুষ্ঠানের দিন ধার্য করা হবে।
কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস বলেন, ১৯৪৬ সালের ১৫ জুন কলেজটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ১৯৪৬ সালের ১ জুন কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বর্তমানে কলেজটিতে ১৪ হাজার শিক্ষার্থী আছে।
গৌরবের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক ও কলেজটির অধ্যক্ষ অসিত বরণ দাস ও সদস্য সচিব চাঁদপুর পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েলসহ বিভিন্ন উপকমিটির সদস্য ও প্রাক্তন শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন।