জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভা

চাঁদপুর খবর রিপোর্টঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৮সেপ্টেম্বর (রবিবার) দুপুর ১টায় কলেজের সভাকক্ষে কলেজ অধ্যক্ষ মো: হারুন-অর রশিদের পরিচালনায় সভাপতি বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সভায় কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন , কলেজের শিক্ষার মান উন্নয়নে এবং নিয়মিত পাঠদানে শিক্ষকদের আরো মনোযোগী হতে হবে । শিক্ষক ও স্টাফদের আগমন প্রস্থান নিশ্চিত করতে হবে ।বিষয়টি নিয়মিত মনিটরিং করবে অধ্যক্ষ । আগামীতে কলেজের ফলাফল যাতে ভালো হয়,সাফল্যজনক হয় তার দিকে নজর দিতে হবে ।

তিনি আরো বলেন, কলেজের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে গভনির্ং বডি কাজ করছে । মাননীয় শিক্ষামন্ত্রী ডা:দীপু মনি এমপির প্রতি আমরা কলেজ কর্তৃপক্ষ সর্বদা কৃতজ্ঞ। নতুন একাডেমিক ৪তলা ভবন আমাদেরকে দিয়েছেন । নতুন ভবনে আমাদের কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হচ্ছে ।

তিনি আরো বলেন, শিক্ষক-কর্মসূচীদের কোন অনিয়ম পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে ।এ ছাড়াও সভায় বেশকিছু গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয় ।

এসময় সভায় অংশগ্রহন করেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো: আবুল কালাম আজাদ, কলেজের সহকারি অধ্যাপক ও কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সদস্য মো: গোলাম সারওয়ার, শিক্ষক প্রতিনিধি সদস্য মো: মুনজুর হোসেন পাটওয়ারী, গভনির্ং বডির অভিভাবক সদস্য মো: দিদার হোসেন মিজি,মহিলা শিক্ষক প্রতিনিধি সদস্য ও শরীর চর্চা শিক্ষক হালিমা আক্তার, কলেজ অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান।

একই রকম খবর