জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্ণামেন্ট খেলায় সেমিফাইনালে ফরিদগঞ্জ

মামুন হোসাইনঃ করোনার ধকল কাটিয়ে চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট।

২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে চাঁদপুর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন।

জানা যায়, টুর্ণামেন্টে জেলার ৮টি উপজেলার মোট ৮ দলের খেলোয়াড়রা অংশ নেয়। উদ্বোধনী খেলায় মতলব উত্তর কে ট্রাইবেকারে ৫-৪ গোলে হারিয়েছে ফরিদগঞ্জ। সেমিফাইনাল নিশ্চিত করেন ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা একাদশ ।

খেলা চলাকালীন সময়ে স্টেডিয়ামের দর্শক গ্যালারিতে উত্তেজনাপূর্ণ এ খেলা উপভোগ করেন কয়েকথশ ফুটবল প্রেমী দর্শক।

উক্ত খেলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান,ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সং¯হার সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসার তাসলিমুন নেছা,ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সং¯হার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান,প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানসহ প্রমুখ।

একই রকম খবর