তরপুরচন্ডী ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেছেন, বঙ্গবন্ধুকন্যার জনপ্রিয়তা এবং রাজনৈতিক দূরদর্শিতার কারণে ১৩ বছর ধরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি।

তার নেতৃত্বে আমরা উন্নয়নশীল দেশ হিসেবেও মর্যাদা পেয়েছি। এই নতুন বাস্তবতায় আমাদের দায়িত্ব ও ভূমিকা অনেক গুণ বেড়ে গেছে। ঐতিহাসিকভাবে যুবলীগ সবসময় বিভিন্ন অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ হিসেবে ভূমিকা রেখেছে।’

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশ গ্রহনে দলের সাংগঠনিক কার্যাক্রমকে সুসংগঠিত ও আরো গতিশীল করতে তেতুলতলা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা নিজেদের মেধা, যোগ্যতা, দক্ষতা দিয়ে আমাদের নেত্রীর এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করবে, এটাই আমার বিশ্বাস। সেই লক্ষ্য নিয়েই যুবলীগ কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শিমুল হাসান সামনু, যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম মিয়াজী।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম শেখ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাদ্দাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আরশাদ মোল্লা, সদর উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর কবির কিশোর, আবুল হাসানাত নয়ন গাজী, মোল্লা মোঃ শাহাজান, রাসেল কাজী, বাগাদি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজিজ পাঠান, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক
সহ সভাপতি শাহিন আরাফাত, তরপুরচন্ডী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি খুকি বেগম, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস এম সুমন হাওলাদার, জসিম উদ্দিন বেপারী, ডালিম মিজি, তরপুরচন্ডী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকির হোসেন রনি।

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মাসুদ গাজী ও পরিচালনা করেন যুগ্ন আহবায়ক মনির হোসেন শেখ ও কবির হোসেন গাজী।

একই রকম খবর