চাঁদপৃর খবর রির্পোট: চাঁদপুর জেলা পরিষদের ১নং ওয়ার্ড (চাঁদপুর সদর) এর নব-নির্বাচিত সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক ভোটার ,জনপ্রতিনিধি ও শুভাকাঙ্খীদের সাথে নির্বাচন পরবতী শুভেচ্ছা বিনিময় করেছেন।
গতকাল ২০অক্টোবর (বৃহস্পতিবার) মৈশাদীস্থ নিজ বাড়িতে নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের সাথে নির্বাচন পরবতী শুভেচ্ছা বিনিময় করেন জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক। প্রতিদিনই বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা ও সুধীজন বাড়ীতে গিয়ে ফুলেল শুভেচ্ছা অব্যাহত রেখেছেন ।
শুভেচ্ছা বিনিময় শেষে তিনি বলেন, আমি চাঁদপুর জেলা পরিষদে আমার দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছি। তাই আমি মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি, প্রতিদ্বন্দ্বী সকল প্রাথী, সকল ভোটারদের সহযোগিতা কামনা করছি। সর্বোপরি জেলা পরিষদে নিবাচনে আমার দেওয়া ওয়াদা অনুযায়ী জনগনের মতামত নিয়ে কাজ করবো।
আমি মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন যেভাবে জনগণকে সাথে নিয়ে কাজ করছি। এখন সেইভাবে কাজ করতে চাই। আমি আপনাদের, সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ সকলের সহযোগিতা নিয়ে কাজ করবো।
তিনি মৈশাদী ইউনিয়ন এর চেয়ারম্যান থাকাকালীন জনকল্যান মূলক কাজ, ইউনিয়নকে ডিজিটাল রুপান্তরিত করায় জেলা শ্রেষ্ঠ চেয়াম্যান হিসেবে ভূষিত হন।
এসময় স্থানীয় নেতৃবৃন্দ, জনসাধারন ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে ১৯ অক্টোবর চাঁদপুর জেলা পরিষদের প্রধান নিবাহী কমকতা মোহাম্মদ মিজানুর রহমান ও পরিষদের কমকতা –কমচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ফুলেল শুভেচ্ছা করেন ।
উল্লেখ্য, গত ১৭অক্টোবর (সোমবার) চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ড (চাঁদপুর সদর) সদস্য পদে নির্বাচিত হন।