চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সাবেক সফল চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক জীবনের নিরাপত্তা চেয়ে চাঁদপুর সদর মডেল থানায় জিডি আবেদন করেছেন।
গতকাল ১৫অক্টোবর (শনিবার) সদস্য প্রার্থী মনিরুজ্জামান মানিক চাঁদপুর সদর মডেল থানায় নিরাপত্তা চেয়ে এ জিডি এন্টি দায়ের করেন।সেই সাথে হেয়াসসপেও ওসির বরাবর তিনি জিডির কপি পাঠিয়েছেন ।
জিডিতে তিনি উল্লেখ করেন, কাল ১৭অক্টোবর চাঁদপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে আমি চাঁদপুর সদরের ১নং ওয়ার্ডের চাঁদপুর সদর আসনে (হাতী প্রতীক) এর সদস্য প্রার্থী। আমি আশংকা করছি নির্বাচনের আগের দিন, নিবার্চনের দিন কেন্দ্রে যাওয়ার পথে, কেন্দ্রে এবং আমি যেখানে অবস্থান করবো সেখানে আমার জীবনের উপর দুবৃর্ত্তারা হামলা করতে পারে।আমার জীবনহানি ঘটাতে পারে। ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা আমাকে নানাভাবে জীবন-নাশের হুমকি দিচ্ছে। আমার পোস্টার ছিঁড়ে ফেলেছে। তাই আমি আমার জীবন নিয়ে নিরাপত্তাহীনতা অনুভব করছি।
এ বিষয়ে জেলা পরিষদের সদস্য প্রার্থী মনিরুজ্জামান মানিক জানান, আমি চাই নিরপেক্ষ নির্বাচন। আমি আশংকা করছি, নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন আমার উপর হামলা হতে পারে। তাই আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে মডেল থানায় জিডি এন্টির আবেদন করি।
এ ব্যাপারে আমি চাঁদপুর জেলা প্রশাসক ,পুলিশ সুপার ,জেলা নিবাচন অফিসার ও চাঁদপুর মডেল থানার ওসির সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি ।