স্টাফ রিপোর্টার : পাঠকদের বইমুখি করতে চাঁদপুরে ২য়বারেরমত আয়োজন করা হয় দিনব্যাপী ‘পুঁথি সরণি’ । “পৃথিবী সুন্দর হোক” এই শ্লোগানকে সামনে রেখে প্রতিশ্রুতিশীল একঝাঁক তরুণ শিক্ষার্থীর সংগঠন পূর্ণয় গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের ব্যস্ততম কাজী নজরুল ইসলাম সড়কজুড়ে এর আয়োজন করে।
ব্যতিক্রম বিশাল এই বই উৎসবে স্থান পায় নানা ধরনের ৫ হাজারের অধিক বই । দেখে যেনো মনে হয়েছে এটি একটি বইময় সড়ক।
নানান বয়সী উপচে পড়া পাঠকের ভিড়ে এটি আরও জমজমাট হয়ে উঠে । লাইনে দাঁড়িয়ে কেউ বই হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখছে, কেউ পড়ছে, কেউ আবার নিজের পড়া বইটি রেখে নতুন একটি বই বদল করে নিচ্ছে। কেউ আবার স্বেচ্ছায় একাধিক বই দিয়ে এই আয়োজনকে সহযোগিতা করছে।
দুপুর দেড়টায় আনুষ্ঠানিকভাবে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গনে এই পুঁথি সরণি’র উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি । এতে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ ও চাঁদপুর পৌর মো. জিল্লুর রহমান।
পূর্ণয়’র সভাপতি পৃত্থিরাজ দত্ত সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহি কানিজের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের পাবলিক রিলেশন হেড আনাস ইবনে আলমগীর।
তরুণ এই উদ্যোক্তা আনাস ইবনে আলমগীর বলেন, সারাদেশের মানুষের মাঝে চাঁদপুর জেলাকে নতুন আঙ্গিকে তুলে ধরার লক্ষ্যে উদীয়মান একঝাঁক সাহিত্যপ্রেমী তরুণ-তরুণীর সহায়তায় এই পুঁথি সরণি উৎসবের আয়োজন করা হয়। তাদের মূল লক্ষ্য সকলের মাঝে শর্তহীন ভাবে বিনামূল্য বই তুলে দেয়া ।
যাতে সকল ধরনের পাঠক তাদের কাঙ্খিত বইটি পড়ার সুযোগ পায়। বিশেষ করে প্রযুক্তি ভিড়ে পুঁথি সরণি’ হয়ে উঠুক নতুন করে হাসি,গল্প, আর বইয়ের আড্ডায় তরুণ তরুণীর মিললমেলায় ।