গত ৭ নভেম্বর সোমবার দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রথম পৃষ্ঠায় “শ্বশুর বাড়ির বাঁধার মুখেও পালিয়ে এসে চাঁদপুরে আলিম পরীক্ষা দিলেন এক ছাত্রী” শিরোনামে প্রকাশিত সংবাদে প্রতিবাদ জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলার আশিকাটির সেনগাঁওয়ের পিতামৃত-জামাল মজুমদারের পিতা শাহান মজুমদার ।
মূলত আমার স্ত্রী শাহেলা আক্তার সার্থীর সাথে গত ০২/০৯/২০২২ ইং তারিখে ইসলামী শরীয়া মতে বিবাহ হয়। আমার সাথে আমার স্ত্রী সর্ম্পক ভালো । প্রকাশিত সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, আমি আমার স্ত্রীকে আলিম পরীক্ষা দিতে বাঁধা প্রদান করি নাই বরং তার পরীক্ষা দিতে সহযোগীতা করতে চেয়েছি। বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে । মূলত আমার স্ত্রী আমাকে না জানিয়ে ওইদিন তার পিতার বাড়ী হামানকর্দ্দীতে চলে আসে এবং পরীক্ষায় অংশ নেয় ।
পরবর্তীতে আমি নিয়মিত পরীক্ষা কেন্দ্রে যাই এবং খোঁজখবর রাখি । আমিও চাই সে পুরো পরীক্ষা দিবে এবং আমি সবধরনের সহযোগিতা করবো । আমার সাথে সার্বক্ষনিক আমার স্ত্রী শাহেলা আক্তার সাথীর যোগাযোগ রয়েছে ।আমি আমার স্ত্রী শাহেলা আক্তারের সাথে সুখে শান্তিতে সংসার করতে চাই। এ ব্যাপারে আলিম পরীক্ষার্থী শাহেলা আক্তার সাথীর সাথে দৈনিক চাঁদপুর খবরের পক্ষ থেকে যোগাযোগ করলে সে জানায় ,আমার স্বামী শাহান মজুমদারের সাথে আমার সম্পর্ক খুবই ভালো ।
আমার সংসার করছি । আমার পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রেও সে আমাকে সহযোগিতা করছে । পরীক্ষার প্রথম দিন আমি আমার স্বামীর বাড়ী থেকে না বলে চলে আসছি । যার কারণে দু-পরিবারের সাথে ভুল-বুঝাবুঝি ঘটেছে । আমার স্বামীর বিরুদ্ধে কোন অভিযোগ নাই । আমি আমার স্বামীর সাথে সংসার করবো ।
এ ব্যাপারে কেউ বিভ্রান্তি হোক এটা চাই না ।মিডিয়ায় সামনে এ বিষয়ে আর কিছু বলতে চাই না । আমি সবার সহযোগিতা চাই ।
নিবেদক
শাহান মজুমদার
পিতামৃত-জামাল মজুমদার
আশিকাটি সেনগাঁও
চাঁদপুর সদর ।