ফরিদগঞ্জ সংবাদদাতা : ফরিদগঞ্জে ধর্ষনের চেষ্টায় এক সিএনজি স্কুটার চালককে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ অক্টোবর) উপজেলার ৬নং গুপ্টি ইউনিয়নের খাজুরিয়া এলাকা থেকে অভিযুক্ত মো. বিল্লাল হোসেনকে আটক করা হয়।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, একই গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রীর ঘরে প্রবেশ করে জোর করে ধর্ষনের চেষ্টা করে। এ সময় ধর্ষনে ব্যর্থ হয়ে মহিলার কাছ থেকে মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় বলে অভিযোগে পাওয়া যায়।
বিষয়টি নিয়ে পরিবারের সাথে কথা বললে তারা জানান, দীর্ঘদিন ধরে বিল্লাল আমাদের পরিবারের নিয়মিত যাতায়াতের জন্য তার চালিত সিএনজি স্কুটার যোগে যাওয়া আসা হতো। তারই সরলতার সুযোগ নিয়ে বিল্লাল আমাদের পরিবারের উপর অহেতুক কর্মকান্ড করে। আমরা এর দৃষ্টিমূলক শাস্তির দাবী করছি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহীদ হোসেন বলেন, বিল্লালের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দেওয়া হয়েছে। মামলার ভিত্তিতে থানা পুলিশ আসামীকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।