ফরিদগঞ্জে বিষধর সাপের কামড়ে গর্বভতী নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গনিয়া গ্রামে বিষধর সাপের কামড়ে গর্ববতি নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই নারীকে চাঁদপুর সরকারি জেনারেলের হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জানাযায়, ফরিদগঞ্জ উপজেলার গনিয়া গ্রামের হেদারবাড়ির কাঞ্চনের স্ত্রী আয়শা বেগম (২৫) ৯ মাসের অন্তঃসত্বা ঘরে ঘুমিয়েছিল। আছর নামাজের সময় তার ঘুম ভাঙ্গলে বিছানা থেকে নামলে খাটের নিচে লুকয়ে থারা বিষধর সাপের শরীরে পা পরলে তাকে ছোবল দেয় বলে তাকে হাসপাতালে নিয়ে আসা জহিরুল ইসলাম জানান। প্রথমে আয়শাকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখান থেকে সন্ধ্যা ৬ টায় চাঁদপুর সরকারি জেনারেলের হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনিছুর রহমান,ডাঃ মিজানুর রহমান মৃত ঘোষণা করে।

জানাগেছে, মৃত আয়শা বেগমের ৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। রাতেই আয়শা বেগমের মরদেহ গনিয়া গ্রামের হেদারবাড়িতে নিয়ে যাওয়া হয়েছে ।

একই রকম খবর