বাগাদী ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ইব্রাহিম খান : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন বলেছেন, লেখাপড়ার বিকল্প কিছু নেই।পড়ালেখার মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।

২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের আয়োজনে এল.জি. এস. পি-৩ উন্নয়ন সহায়তা অর্থ তহবিল হতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, আমাদের মেয়েরা স্বর্ন পদক জয় করেছে।আগামী দিনে তোমারা তোমাদের পথ চলায় এগিয়ে যেতে হবে ।আমি আশাকরি একদিন তোমরা খুব বড় পরিসরে যাবে।আমরা বাল্য বিবাহ চাই না।আমরা চাই প্রতিটা শিক্ষার্থী পড়ালেখা করে মানুষের মতো মানুষ হোক।

নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দিবো।আজকে সেই উক্তি পেরিয়ে আমাদের মেয়েরা অনেক দূর এগিয়ে গেছে। তোমাদের চাঁদপুরে কিন্তু বর্তমানে মহিলা কর্মকর্তার সংখ্যা কিন্তু পুরুষের সমান।মেয়েদের সংখ্যা কিন্তু দিন দিন সব জায়গায় বৃদ্ধি পাচ্ছে ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।

বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, (রাজস্ব ) আয়েশা আক্তার, (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) ফাহমিদা হক,সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বেলায়েত হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

এদিন প্রায় ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

একই রকম খবর