ভাটেরগাঁও নিবাসী শাহআলম সজিবের বৌ-ভাত সম্পন্ন

মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের তপাদার বাড়ির নিবাসী বাংলাদেশ পুলিশের এসবি’র কর্মকর্তা মো: মোশারফ হোসেন এর শ্যালক ভাটেরগাঁও গ্রামের বেপারি বাড়ি নিবাসী মৃত শামছুল হক খান এর ছেলে মো: শাহআলম সজিব এর সাথে পাইকদি গ্রামের মো: দোলোয়ার হোসেন মাল এর মেয়ে তানজিনা’র বৌ-ভাত অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৮অক্টোবর (শনিবার) ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁওস্থ নিজ বরের নিজ বাড়িতে এ বৌ-ভাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন, শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

অনুষ্ঠানে আরো অংশগ্রহন করেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: আবুল কাশেম দুলু, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক মেম্বার মো: সফিক কারী, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সোহেল কারী ,৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: রুবেল কারী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাশেম কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মজিব কারী, যুবলীগ নেতা মো: রাজু তপাদার, বিশিষ্ট ইট বালু ব্যবসায়ী মো: জাহাঙ্গীর মিজি, শাহমাহমুদপুর ইউনিয় যুবদল নেতা মো: শওকত কারীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

একই রকম খবর