মতলবে বিদ্যুৎপৃষ্ঠে এক নির্মান শ্রমিকের মৃত্যু

সমির ভট্টাচার্য্য : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. রাজিব (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ রোববার সারে এগারটার সময় উপজেলার উত্তর উপজেলার সাহেব বাজার সংলগ্ন ঠেটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাজিবের বাড়ি উপজেলার পশ্চিম লুধুয়া গ্রামে। ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে তিনি।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৬ অক্টোবর রাজিব উত্তর ঠেটালিয়া গ্রামে জনৈক কাদির প্রধানীয়ার একটি নির্মাণাধীন ভবনে শ্রমিকের কাজ করছিলেন। পাম্পের (মোটর) সাহায্যে ভবনটির স্তম্ভে (পিলার) পানি দেওয়ার জন্য সেখানকার একটি শকেটে বৈদ্যুতিক তারের সংযোগ দিতে গেলে আচমকা আঙুল শকেটের ভেতর ঢুকে গেলে তাঁর শরীর বিদ্যুতায়িত হয়।

এ সময় তিনি তারসহ ভবনের পাশে খালের পানিতে পড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন। সেখান থেকে তাকে উদ্ধার করে আশপাশের লোকজন দ্রত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুরে আলম অভি তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন ওই শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

একই রকম খবর