মতলব দক্ষিণে আজমীর হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সমির ভট্টাচার্য্যঃ মতলব দক্ষিণ উপজেলার একটি আবাসিক হোটেল থেকে আজ রোববার দুপুরে মো. হিমেল (২২) নামের এক বিদেশফেরত যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মো. হিমেলের বাড়ি মতলব উত্তর উপজেলার নাউরী গ্রামে। ওই গ্রামের খোকন প্রধানের ছেলে তিনি। কয়েক বছর ধরে তিনি মধ্যপ্রাচ্যের একটি দেশে শ্রমিকের কাজ করতেন। পুলিশ, ও হোটেলের একাধিক কর্মচারী ও পরিবার সূত্র জানায়, গত শুক্রবার হিমেল বিদেশ থেকে ঢাকায় ফেরেন। সেখান থেকে বাড়ি না গিয়ে গতকাল শনিবার সকালে মতলব দক্ষিণ উপজেলা সদরে আজমীর হোটেলে একটি কক্ষ ভাড়া নেন ।

এরপর চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী তাঁর ছোট বোনের সঙ্গে দেখা করেন। বোনকে ওই উপজেলা সদরের পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে কেন্দ্রের সামনে কিছুক্ষণ অবস্থান করার পর ওই দিন (শনিবার) বেলা ১১টায় ‘আজমেরী’ আবাসিক হোটেলের ১৯ নম্বর কক্ষ অবস্থান করেন। কক্ষটির ভেতর ঢোকার পর আর বের হননি।

সূত্রটি আরও জানায়, ১৮ সেপ্টেম্বর রোববার বেলা ১টা পর্যন্ত ওই কক্ষ বন্ধ থাকায় হোটেলটির এক কর্মচারী সেখানে তাঁকে অনেক ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। পরে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি মতলব দক্ষিণ থানার পুলিশকে জানালে ওই থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে যায়। পরে কক্ষটির দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁরা (পুলিশ) দেখতে পান, খাটের ওপরে ওই তরুণের লাশ পড়ে আছে। সেখান থেকে আজ দুপুর আড়াইটায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ওই তরুণের লাশে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশটির পাশে একটি ছোট্ট বোতল পাওয়া গেছে। তবে সেটি কীসের বোতল বুঝতে পারছেন না। ময়নাতদন্তের জন্য ওই লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় তাঁর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এটি কী ধরনের মৃত্যু ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে।

মতলবে আজমীর হোটেল থেকে হিমেল নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ।

একই রকম খবর