মতলব দক্ষিনে আইন শৃঙ্খলা কমিটির সভা

সমির ভট্টাচার্য্য : মতলব দক্ষিণ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।

গত ৩০ অক্টোবর সকল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ , উপজেলা আওয়ামীলীগের সভাপতি লেয়াকত হোসেন প্রধান, মেয়র আওলাদ হোসেন লিটন, ওসি তদন্ত শালেহ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, জেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, মতলব ডিগ্রি কলেজর অধ্যাপক আবুল কালাম আজাদ, বিআরডিপির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন পিআইও রবিউল ইসমাল খান , সমসজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ রহিম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনিন আফরোজসহ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মামুন মৃধা, শহিদউল্লাহ প্রধান, গোলাম মোস্তফা, কামরুজ্জামান মোল্লা, জহিরুল মোস্তফা তালুকদার, ইকবাল হাওলাদার, মতলব বাজার বনিক ও জনকল্যান সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল সরকার , জগন্নাথ মন্দির কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গনেশ ভৌমিক, কচিকাচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ বাদল, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গরা।

উক্ত সভায় মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধ, ড্রেজার দিয়ে ফসলেই জমি নষ্ট, মতলব খেয়া ঘাটের ঝুলন্ত ব্রিজ নির্মাণ , সড়কের বিভিন্ন স্থানে যানবাহনের যানজট নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় ।

 

একই রকম খবর