চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আব্দুল হাই তালুকদার এর ছেলে বর্তমানে চাঁদপুরস্থ প্রফেসার পাড়া নিবাসী বিশিষ্ট সমাসেবক ও শিক্ষানুরাগী আওয়ামীলীগ নেতা শাহতলীকামিল মাদ্রাসার গভনির্ং বডির সদস্য মো: মোশাররফ হোসেন তালুকদার মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছে।
গত ১৪জুলাই-২০২২ইং তারিখের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেটের মাধ্যমে এ তথ্য জানা যায়। যার গেজেট নং-৩৬৪০, মুক্তিযোদ্ধা ক্রমিক নং-০১১৩০০০৪৭০০।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মো: মোশাররফ হোসেন তালুকদার বর্তমানে চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডে প্রফেসর পাড়া এলাকায় বসবাস করছেন। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ সামাজিক কাজের সাথে জড়িত রয়েছেন।