শাহতলী কামিল মাদরাসায় ফাজিলে সাফল্যজনক ফলাফল

মো: রানা সরকার: ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ঢাকা’র অধীন চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসার ফাজিল পরীক্ষায় ১জন ট্যালেন্টফুল বৃত্তিসহ ৪জন জিপিএ-৫ পেয়েছে।

গত ৮নভেম্বর (মঙ্গলবার) ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ঢাকা থেকে প্রকাশিত ফলাফলের মাধ্যমে ট্যালেন্টফুল বৃত্তির তথ্য জানা যায় এবং গত ৪সেপ্টেম্বর ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফাযিল পরীক্ষার ফলাফল এর মাধ্যমে জিপিএ ৫প্রাপ্তির তথ্য জানা যায়।

ফাযিল ৩য় বর্ষে ট্যালেন্টফুল বৃত্তি ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর নাম শামীমা আক্তার সুমাইয়া, পিতাঃ মরহুম মাওলানা ফয়েজ আহমেদ, মাতাঃ ফেরদাউস আরা শাহেনা, গ্রাম-রলক্ষীগঞ্জ, পো: কুঠির হাট, উপজেলা-সোনা গাজী, জেলা- ফেনী। তার রেজিঃ নং ১৭২০০৬৯০১, ফাজিল ৩য় বর্ষ। তার পিতা পেশা শাহতলী কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, তার মাতা’র পেশা-গৃহিনী।

ফাযিল ২য় বর্ষে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর নাম মোহাম্মদ মাহমুদুল হাসান, পিতাঃ মোহাম্মদ ফারুকুল ইসলাম, মাতাঃ ফাতেমা বেগম, পো: গন্ডামারা, উপজেলা-হাইমচর, জেলা-চাঁদপুর। তার রেজিঃ নং ১৮৪০০০৩৫, ফাযিল ২য় বর্ষে জিপিএ ৫ প্রাপ্ত আরেক শিক্ষার্থীর নাম মোঃ আব্দুল হান্নান, পিতাঃ মোঃ আবুল কাশেম, মাতাঃ মাহমুদা বেগম, মন্তলী, নাঙ্গল কোট, কুমিল্লা, তার রেজিঃ নং ১৮৪০০০৩৫৯, ফাযিল ১ম বর্ষে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীর নাম মিজানুর রহমান, পিতাঃ জিন্নাত আলী, মাতাঃ সুফিয়া খাতুন, গ্রামঃ উরুকচাইল, ইকবাল নগর, নাঙ্গল কোর্ট, কুমিল্লা, তার রেজিঃ নং ১৯৪০০০২৫২।

এদিকে, মাদরাসার ফাযিল পরীক্ষায় ট্যালেন্টফুল বৃত্তি ও জিপিএ ৫ পাওয়ায় মাদরাসার পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনসহ শিক্ষকবৃন্দ।

একই রকম খবর