চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর মেধাবী ছাত্রী রুপালী আক্তার(১৪)কে ইভটিজিং ও মানষিক নির্যাতনের অভিযোগ উঠেছে ।
তাৎক্ষনিক ঘটনাটি জেনে মডেল থানার পুলিশ শাহতলীতে অভিযান চালায় । অভিযানের টের পেয়ে এ ঘটনায় জড়িত শাহতলীর করিম গাজীর ছেলে বখাটে কাদির গাজী গংরা পালিয়ে যায় ।
গতকাল ২১ সেপ্টম্বর সকাল ১১টায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদীর নিকট তার পত্রিকা অফিসে স্বশরীরে মৌখিক ভাবে অভিযোগ করেন উক্ত বিদ্যালয়ের দশম শ্রেনীর মেধাবী ছাত্রী রুপালী আক্তার । ছাত্রীর অভিযোগ পেয়ে তাৎক্ষনিক ঘটনাটি অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদী মোবাইলে চাঁদপুর মডেল থানার জনবান্ধব ওসি আব্দুর রশিদকে জানান ।
তিনি তাৎক্ষনিক ঘটনাস্থল শাহতলীতে পুলিশের মোবাইল টীমের এসআই সাইফুলকে পাঠান । পুলিশ ব্যাপক অভিযান চালায় শাহতলীতে ।পরে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদী পরামর্শক্রমে এলাকার গন্যমান্য ব্যক্তি জাহাঙ্গীর আলম খান ,ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রুবেল কারী,শিক্ষক দিদার হোসেন মিজির যৌথ উদ্যোগে উভয় পক্ষগনের সাথে শালিশী বৈঠক করে । বৈঠকে ঘটনার সত্যতা পেয়েছে ।পরক্ষণে ঘটনাটি শর্তসাপেক্ষে আপোষ-নিস্পত্তি করে । ঘটনায় জড়িত বখাটে কাদির গাজী গংরা একটি মুচলেকা দেয় । ভবিষতে আর উক্ত ছাত্রী রুপালী আক্তার ইভটিজিং ও হয়রানি করবে না । করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে ।
এ ব্যাপারে স্থানীয় ইউপি মেম্বার বিল্লার হোসেন খান দৈনিক চাঁদপুর খবরকে জানান,ঘটনাটি আমাকে জানিয়েছে । বিষয়টি সমাধান হয়েছে । এটা ভালো হয়েছে ।
এ ব্যাপারে উক্ত বিদ্যালয়ের দশম শ্রেনীর মেধাবী ছাত্রী রুপালী আক্তার গতকাল বুধবার দৈনিক চাঁদপুর খবরকে জানান,আমি সুষ্ঠু বিচার পেয়েছি । বিদ্যালয়ের সভাপতি সোহেল রুশদী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি । আমি লেখাপড়া করতে চাই ।নিরাপদে বিদ্যালয়ে আসতে চাই । সবার সহযোগিতা চাই ।
এ ব্যাপারে ছাত্রী রুপালী আক্তারের পিতা অভিভাবক রহিম গাজী দৈনিক চাঁদপুর খবরকে জানান,আমি আমার মেয়ের নিরাপত্তা চাই । বিদ্যালয়ে আগমন-প্রস্থানে কেউ যাতে হয়রানি না করে । ইভটিজিং না করে । আমি ন্যায় বিচার পেয়েছি । ভবিষতে আর যেন এমন ঘটনা না করে । এ ব্যাপারে আমি মডেল থানার ওসি ,এসআই সাইফুল মহোদয় ও বিদ্যালয়ের সভাপতি সোহেল রুশদী মহোদয়সহ এলাকার গন্যমান্যব্যক্তিবর্গের প্রতি ম প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ।
এদিকে পুলিশী ব্যাপক অভিযানের ঘটনায় এলাকায় বখাটে,মাদকসেবী ও অপরাধীদের মাঝে আতংক বিরাজ করছে । পুলিশের আরো অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছেন এলাকাবাসী ।
এলাকাবাসী এ ঘটনায় পুলিশী তাৎক্ষনিক পদক্ষেপের কারণে চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদকে ধন্যবাদ জানিয়েছে ।
চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান স্কুল-কলেজ ক্যাম্পাস এলাকায় কোন বখাটে ও মাদকসেবী থাকলে তাৎক্ষনিক তাদেরকে গ্রেফতার করা হবে । শুধু ফোন করে আমাকে জানাতে বলবেন ।