চাঁদপুর খবর রিপোর্ট : গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি ১৫আগস্ট (সোমবার) ১দিনের সফরে চাঁদপুর আসছেন।
গতকাল ১৪আগস্ট (রবিবার) মাননীয় মন্ত্রীর একান্ত সচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।
সফরসূচীর মধ্যে রয়েছে ১৫আগস্ট সোমবার সকাল ১০টায় আগারগাঁও হতে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর ১২টা ৩০মিনিটে চাঁদপুরে উপস্থিতি এবং জেলা শিল্পকলা একাডেমীতে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করবেন।
একইদিন দুপুর ২টা ৩০মিনিটে হাইমচর উপজেলা পরিষদে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশগ্রহন ও ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে হুইল চেয়ার ও ট্রলি বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহন করবেন।
এদিন বিকাল ৪টায় চাঁদপুর সদর হাসপাতালে ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট্রের উদ্যোগে হুইল চেয়ার ও ট্রলি বিতরণ করবেন। বিকাল ৫টায় চাঁদপুর প্রেসক্লাব এর আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় অংশগ্রহন করবেন। একইদিন সাড়ে ৫টায় চাঁদপুর শিল্পকলা একাডেমী কর্তৃক নাটক মঞ্চায়ন অনুষ্ঠানে অংশগ্রহন করবেন।
এদিন রাত সাড়ে ৮টায় চাঁদপুর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। রাত ১১টায় ঢাকা হেয়ার রোডস্থ বাসভবনে প্রত্যাবর্তন করবেন।