হাবিবুর রহমান ,হাজীগঞ্জ: চাঁদপুরের হাজীগঞ্জে মোবাইল কোর্টে দুটি গোডাউন থেকে ১২৭ বস্তা নিষিদ্ধ পলিথিন আটক করা হয়েছে।
নিষিদ্ধ পলিথিন রাখার দায় দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।২০০১ সালে নিষিদ্ধ ঘোষণা করা হয় পলিথিন উৎপাদন ,পরিবহন , বাজারজাত এবং ব্যবহার। তবে ২১ বছর পেরিয়ে গেলেও এখনও হরহামেশাই চলছে এই নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ,ক্রয়-বিক্রয়।
বৃহস্পতিবার বিকেলে নিষিদ্ধ পলিথিনের ওপর অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজির।
অভিযানে হাজীগঞ্জের হকার্স মার্কেটের নিলয় প্যাকেজিং হাউজের তিনটি প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে ১১ বস্তা অবৈধ পলিথিন জব্দ করে দোকানের মালিক মোঃ পারভেজকে ১০ হাজার টাকা জরিমানা ও হকার্স মার্কেটের মাছ বাজার সংলগ্ন মো. নয়নের নিষিদ্ধ পলিথিনের গোডাউন থেকে ১১৬ বস্তা পলিথিন জব্দ করেও ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অবৈধ পলিথিনের বাজারে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর।
অভিযানে ওই সময় চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হান্নান, হাজীগঞ্জ থানার এসআই মেসবাহুল আলম চৌধুরী ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।