চাঁদপুর খবর রির্পোট : আগামী ১৪ নভেম্বর সোমবার দেশের ৫৯ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, শেরেবাংলা নগর সম্মেলন কেন্দ্রে সকাল ১২ টায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনে নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
সাধারণ সদস্য ও যে সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। চাঁদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী ও সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যগণ সহ মোট ১২ জন শপথ গ্রহণে অংশগ্রহণ করবেন।
গতকাল স্হানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোঃ এস এম নজরুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়। শপথ গ্রহনের পূর্বে ১২ নভেম্বর ৫৯ চেয়ারম্যান ,সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের কাকরাইল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে করোনা ভাইরাসের নমুনা প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে ।
পরদিন ১৩ নভেম্বর নমুনা রিপোর্ট সংগ্রহ করে তা স্হানীয় সরকার মন্ত্রণালয়ে দাখিল করার জন্য অনুরোধ জানানো হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠান অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এসব আদেশ জারি করা হয়।