মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চাঁদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী ও ১নং ওয়ার্ড (চাঁদপুর সদর) এর নবনির্বাচিত সদস্য মৈশাদী ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটওয়ারীকে সংবর্ধনা দিয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী।
তিনি তার বক্তব্যে বলেন, আমি চলতি পরিষদটি একটু ভিন্ন আঙ্গিকে চালিয়ে নিতে চাই। জেলা পরিষদের সকল সদস্যদের নিয়ে একসঙ্গে কাজ করে যাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে ব্যাপক পরিচিতি অর্জন করেছে। স্মার্ট বাংলাদেশের সাথেও স্মার্ট হবে চাঁদপুর জেলা ও এই মৈশাদী ইউনিয়ন। গত ৫ বছরে চাঁদপুর জেলা পরিষদ সারা বাংলাদেশের মধ্যে একটা অবস্থানে গিয়েছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই আগামীতেও।
জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা আমাকে ভোট দিয়েছেন সেজন্য মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করি। সেই সাথে আপনাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। কে ভোট দিল আর না দিল ঐটা এখন আর বিবেচ্য বিষয় না। ১২’শ ৬৮ জন ভোটার কিন্তু আমরা এক পরিবারের মানুষ হয়ে গেলাম। তাই এই চলতি পরিষদে আমি আপনাদের জন্য কাজ করবো আর আপনারা কাজ করবেন আপনাদের ভোটারদের জন্যে। আমি বেঁচে থাকলে আগামী ৫ বছর জরুরি কোন সমস্যা না থাকলে আমাকে পরিষদেই পাবেন। আপনারা আপনাদের সমস্যা নিয়ে যাবেন।
ইউপি সচিব শংকর আচার্য্যের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, সংবর্ধিত অতিথি জেলা পরিষদের ১নং ওয়ার্ড (চাঁদপুর সদর) এর নবনির্বাচিত সদস্য ও মৈশাদীর সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটওয়ারী, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন, মৈশাদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বজলুল গনি জিলন। চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী,
প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ১নং ওয়ার্ড চাঁদপুর সদরের সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক ও সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন পরিষদে আগমন উপলক্ষ্যে ফুলেল শুভেচ্ছায় বরন করে নেন মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী, ইউপি সচিব শংকর আচার্য্যসহ সকল সদস্য।
মোহাম্মদ জাবের হোসেন এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৈশাদী বীর প্রতীক মমিন উল্ল্যাহ একাডেমির অধ্যক্ষ ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোঃ সোহরাব খান, ২নং ওয়ার্ডের রিয়াজ উদ্দিন রাজু বেপারী,
৪নং ওয়ার্ডের মোঃ মানিক গাজী, ৫নং ওয়ার্ডের মোঃ খোকন বেপারী, ৬নং ওয়ার্ডের শরীফ সর্দার, ৭নং ওয়ার্ডের রাশেদ ঢালী, ৮নং ওয়ার্ডের আল আমিন খান উজ্জল, ৯নং ওয়ার্ডের ফারুক সরকার, সংরক্ষিত মহিলা ১নং ওয়ার্ডের রহিমা বেগম, ২নং ওয়ার্ডের নিলুফা বেগম ও ৩নং ওয়ার্ডের জাহেদা বেগম, মৈশাদী তালতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হারুন মিজি, ইউনিয়ন কৃষি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।