চাঁদপুরে অটোবাইক-মটর সাইকেল সংঘর্ষে আহত ৭

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে অটোরিকসার সাথে মটর সাইকেলের মুখোমূখি সংঘর্ষে পথচারী শিশুসহ সড়কে পৃষ্ঠ হয়ে কমপক্ষে ৭ জন গুরুত্বর আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে গুরুত্বর রক্তাক্ত জখম ২জন মৃত্যুর প্রহর গুনছে।
তাদেরকে মূমুর্ষূ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আহতরা হলো,নজরুল ইসলাম(৭০), মো. সারাফত আলী (৪৮), নূরে আলম(৭), মরিয়ম(৪), মো: হুদাইব(৪), মমিন১৪), রিয়াজ(৩০) ও মনির(১৪)।

ঘটনাটি ঘটেছে, শনিবার দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন সড়কের গুয়াখোলা ও বকুলতলা এলাকায়। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় পৃথক ২টি অভিযোগ করা হয়েছে বলে আহতদের পরিবার সূত্রে জানা গেছে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, চাঁদপুর শহরের ব্যস্ততম সড়ক চাঁদপুর বড় স্টেশন সড়কের গুয়াখোলা ও বকুলতলা এলাকা দিয়ে দ্রত গতিতে বেপরোয়া ভাবে অটোরিকসা চালক বিল্লাল হোসেন অটোরিকসা চালিয়ে যাচিছল। এ সময় ২ শিশু নূরে আলম(৭) ও মরিয়ম(৪) রাস্তা পারাপারের সময় আটোরিকসাটি বেপরোয়া গতির কারনে ২শিশুর উপর উঠিয়ে দিলে তারা সড়কে চাক্কায় পৃষ্ঠ হয়ে মারাত্বক ভাবে আহত হয়।

অটোরিকসাটি তাৎক্ষনিক উল্টিয়ে শিশু নূরে আলমের শরীরের উপর পড়ে। একই সময় পথিমধ্যে বিপরীক দিক থেকে আসা একটি মটর সাইকেল এসে অটোরিকসার সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে আটোরিকসায় থাকা ৫ জন আরোহি, চালকসহ ৮ জন গুরুত্বর আহত হয়।

তাৎক্ষনিক পথচারী ও এলাকাবাসী আহতদেরকে উদ্বার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। এলাকাবাসী ঘাতক আটোরিকসাটিকে জব্দ করে পুলিশের হাতে তুলে দেয়।

আহতদের অবস্থার অবনতি দেখে কতর্ব্যরত চিকিৎসক গুরুত্বর আহত মো: সারাফত আলী(৪৮) ও নূরে আলম(৭)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। আহতদের অভিভাবক তাদেরকে এ্যাম্বুলেন্স যোগে ঢাকা নিয়ে যায়।

চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায, আহত শিশু নূরে আলমের মাথায় আটোরিকসার গøাস ভেঙ্গে ডুকে মারাত্বক ভাবে ক্ষতবিক্ষত হয়ে যায়, গলার বিভিন্ন অংশ কেটে যায়, হাত, পা আঘাত প্রাপ্ত হয়ে গুরুত্বর ভাবে আহত হয়ে সে মৃত্যু যন্ত্রনায় কাতরাচেছ।

এ সময় শিশু মরিয়ম সড়কে পৃষ্ঠ হয়ে শরীরে আঘাত প্রাপ্ত হয় এবং মূখমন্ডল সড়কের ও চাক্কার চাপায় থেতলীয়ে যায়। সারাফত আলীর বাম পা”টি কয়েক খন্ড হয়ে যায়। আহত নজরুল ইসলামের হাত ও পা” ভেঙ্গে যায়, তার নাতি, মো: হুদাইব এর হাত ও পা”কেটে যায়।

ঘটনার সময় আটোউল্টে চালক বিল্লালের হোসেনের মাথা ফেটে যায়। সে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর জনগণের ভয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়।

এ ছাড়া অন্য আহত ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এ রিপোট লিখা পর্যন্ত গুরুত্বর আহত মো: সারাফত আলী(৪৮) ও নূরে আলম(৭) আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

একই রকম খবর

Leave a Comment