চাঁদপুর খবর রিপোর্ট : বাংলাদেশ মজিয়াতুল মোদারেছিন চাঁদপুর জেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২৫ জুন) চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে চাঁদপুর সদর উপজেলার হোসেনপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও বাংলাদেশ মজিয়াতুল মোদারেছিন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এসএম গোলাম মাওলার মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় অধ্যক্ষ এসএম গোলাম মাওলার রুহের মাগফেতার কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।
স্মরণ সভায় উপস্থি ছিলেন, বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিন চাঁদপুর জেলা শাখার সভাপতি ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ও চাঁদপুর আহমাদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুস্তাফিজুর রহমান, চাঁদপুর সদর উপজেলা জমিয়াতুল মোদারেছিনের সভাপতি ও চান্দ্রা নূরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলান এটিএম মোস্তফা হামিদি, মান্দারী আলিম মাদ্রাসার বাংলা প্রভাষক মো. তারিকুল ইসলামসহ চাঁদপুর জেলার মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও বাংলাদেশ জমিয়াতুল মোদারেছিন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চাঁদপুর সদর উপজেলার হোসেনপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও বাংলাদেশ মজিয়াতুল মোদারেছিন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এসএম গোলাম মাওলা সোমবার (২৪ জুন) রাত সাড়ে ৮টায় চাঁদপুর সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে ওনার বয়স হয়েছে প্রায় ৫৫ বছর। সোমবার (২৪ জুন) রাত সাড়ে ১১টায় চাঁদপুর শহরের মিশন রোডস্থ শাহী জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ওনি মিশন রোডস্থ বাসায় বসবাস করতেন। ওনার গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার সন্তোষপুরে। দ্বিতীয় জানাযা ওনার নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানা যায়, এসএম গোলাম মাওলা দীর্ঘদিন যাবৎ লিভার ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। অধ্যক্ষ এসএম গোলাম মাওলা চাঁদপুর জেলা ওলামা দলের সভাপতি ও জেলা কাজী সমিতির সহ-সভাপতি এবং ইব্রাহীমপুর ইউনিয়নের কাজী ছিলেন। এর আগে তিনি ঢাকায় একটি মাদ্রাসায় দায়িত্ব পালন করেছেন।