স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও মহিলা আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কমিটির সদস্য শাহিন সুলতানা ফেন্সি নৃংশস খুনের ঘটনার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবীতে মানববন্ধন করেছেন ওই কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার (১১ জুন) দুপুরে কলেজের সামনে চাঁদপুর-ফরিদগঞ্জ-রামগঞ্জ সড়কের উপর ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, সহকারি অধ্যাপক হারুনুর রশিদ, পরিচালনা পর্ষদের সদস্য মিজানুর রহমান বেপারী, প্রভাষক ওমর ফারুক, শরীফ হোসেন পাটওয়ারী প্রমূখ। বক্তারা নিহত কলেজ অধ্যেক্ষ খুনের চলমান তদন্ত যাতে কোন ভাবে প্রভাবিত না হয় এবং প্রকৃত খুনি ও তার সহযোগিতারা যাতে বিচারের আওতায় আসেন এ বিষয়ে পুলিশ ও বিচার বিভাগের প্রতি দাবী জানান।
গত ৪ জুন সোমবার রাতে চাঁদপুরে নিজ বাসায় খুন হন অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি (৫৭)। পরদিন মঙ্গলবার বিকেলে (৫ জুন) নিহতের ছোট ভাই ফোরকান উদ্দিন বাদী হয়ে চাঁদপুর মডেলা থানায় অ্যাড. জরিুল ইসলামকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করেন।