চাঁদপুরে ১ কোটি ৪০ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর কোস্ট গার্ড বাহিনীর অভিযানে বুধবার (২৭ জুন) দিবাগত রাত ২টায় ৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য এক কোটি ৪০ লাখ টাকা।

চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন কমান্ডার জানান, চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন মাদ্রাসা ঘাট এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় বোট থেকে ৭লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ১ কোটি ৪০ লক্ষ টাকা মাত্র। জব্দকৃত কারেন্ট জালগুলো বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

তিনি আরো জানান, বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী মৎস্য সম্পদ রক্ষার নিমিত্তে অবৈধ কারেন্ট জালের ব্যবহার প্রতিরোধ, মা ইলিশ এবং অভায়াশ্রমের সুরক্ষা, জাটকা আহরণ বন্ধে এ অভিযান অব্যাহত রাখবে।

সহকারী গোয়েন্দা পরিচালক লেঃ কমান্ডার বিএন আব্দুল্লাহ আল মারুফ এর স্বাক্ষরিত চাঁদপুর কোস্ট গার্ড স্টেশন কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

একই রকম খবর

Leave a Comment