স্টাফ রিপোর্টার॥ চাঁদপুর জেলা ব্র্যান্ডিং পর্যটন কেন্দ্র মোলহেড এর সৌন্দর্য রক্ষার্থে এবং আগত দর্শনার্থীদের ভ্রমণ নিরাপদ করতে সোমবার (২ জুলাই) বড় স্টেশন মোলহেড থেকে ভাসমান অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশে পর্যটন বান্ধব পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বড় স্টেশন মোলহেডে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মঈনুল হক। এদিকে বড় স্টেশন মোলহেড থেকে অবৈধ দোকানপাট উচ্ছে কে স্বাগত জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও দর্শনার্থীরা ।