স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেছেন, মাদক একটি কালেত্বিক শব্দ। অনেকগুলো শব্দ নিয়ে এটি গঠিত। মাদকাসক্তি এটি সামাজিক সমস্যা ও ব্যাধি। সমন্বিত সামাজিক আন্দোলনের মাধ্যমেই মাদকে নির্মূল করা সম্ভব।
মঙ্গলবার (২৬ জুন) চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মা সন্তানদের অনেক কিছু খাইতে বলেন। আর অনেক কিছু খাইতে না করেন। না করা খাওয়ার মধ্যে মাদক হল একটি। যারা না বলার পরও তা অমান্য করে কোন কিছু খায়, তখন অমান্যকারীরাই বিপদগামী পথের সম্মূখীন হয়। তোমরা যদি জীবনে আনন্দে থাকতে চাও, তাহলে মাদককে পরিহার করতে হবে।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে ও চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বাহারের পরিচালানায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো. নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল, কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এনায়েত উল্লাহ, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযুদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের ইন্সপেক্টর মো. মজিবুর রহমান।
শুরুতেই মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে চাঁদপুর জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নেতৃত্বে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি সম্মূখে গিয়ে শেষ হয়।
আলোচনাসভা শেষে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।