চাঁদপুরে এডিএম’র নেতৃত্বে লঞ্চঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

স্টাফ রিপোর্টার :  ২৮ মে দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত চাঁদপুর লঞ্চঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান । নৌ পুলিশ থানা সংলগ্ন ৩টি স্থাপনা ও লঞ্চঘাটের গ্যাংওয়ের মধ্যবর্তী ৭ টি স্থাপনাসহ মোট ১০ টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে ।

লঞ্চঘাটের সৌন্দর্য বৃদ্ধি, যাত্রীদের নিরাপত্তা ও চলাচল নির্বিঘ্ন করার জন্য এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে ।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার, নৌ থানার ওসি আবু তাহের, নৌ ও জেলা পুলিশের সদস্যবৃন্দ, বিআইডব্লিউটিএ এর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন, টিআই সুমন,টিআই মাহবুব।

অভিযান চলাকালীন ঘাটের টিকেট কাউন্টারে ব্যাপক অনিয়ম ধরা পড়ায় কর্তব্যরত ২ জনকে ৫,০০০ ও ২,০০০ টাকা জরিমানা করা হয়েছে । মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার ।

একই রকম খবর