চাঁদপুরে ১১ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে অনুদানের চেক বিতরণ

প্রেস বিজ্বপ্তি : জেলা সমাজকল্যাণ পরিষদ হতে চাঁদপুর জেলাধীন বিভিন্ন এলাকার ১১ জন দুস্থ, অসহায়, গরীব ও প্রতিবন্ধী ব্যক্তির চিকিৎসা/ লেখাপড়ার জন্য এককালীন ৬৮,০০০ টাকা অনুদান মঞ্জুর করা হয়।

জেলা প্রশাসক, চাঁদপুর মোঃ মাজেদুর রহমান খান মহোদয়  ০৮/০৫/২০১৯ খ্রিঃ বুধবার পূর্বাহ্নে তাঁর কার্যালয়ে উক্ত অনুদানের চেক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

জেলা সমাজসেবা কার্যালয় চাঁদপুর এর উপপরিচালক রজত কুমার সরকার মহোদয় এসময় উপস্থিত ছিলেন। সুবিধাভোগীগণ হলেন সর্বজনাব ১. শরুফা বেগম, স্বামীঃ মৃত আক্কাস খান, টেলি, কচুয়া (৫,০০০/-)

২. মোঃ জসিম কাজী, পিতাঃ হালিম কাজী, শাহমাহমুদপুর, চাঁদপুর সদর (৫,০০০/-) ৩. মোঃ আবুল কালাম আজাদ, পিতাঃ মৃত আবদুর রশিদ পাটওয়ারী, কেতুয়া, চাঁদপুর সদর (৫,০০০/-) ৪. জাহাংগীর আলম, পিতাঃ সিরাজ পাটওয়ারী, গুয়াখোলা, চাঁদপুর পৌরসভা (৫,০০০/-)

৫. খুর্শিদা, স্বামীঃ লোকমান গাজী, তরপুরচন্ডী, চাঁদপুর সদর (৩,০০০/-) ও ৬. মোঃ ইব্রাহিম খলিল, পিতাঃ আলী আহাম্মদ মিয়াজী, জি টি রোড, দঃ চেয়ারম্যান ঘাট, চাঁদপুর (৫,০০০/-),

৭. রানু বেগম, স্বামীঃ হাফেজ বেপারী, শ্রীরামপুর, পোঃ বহরিয়া, চাঁদপুর সদর (১০,০০০/-), ৮. শাহ আলম গাজী, পিতাঃ মৃত সিদ্দিকুর রহমান, বাকিলা, হাজীগঞ্জ (১০,০০০/-) ৯. মোঃ মনির হোসেন, পিতাঃ ফজলুল হক প্রধানিয়া, বিষ্ণুদী, চাঁদপুর সদর (১০,০০০/-)

১০. মোঃ মজিবুর রহমান, পিতাঃ শেখ আনসার আলী, রংগেরগাঁও, বাবুরহাট, চাঁদপুর সদর (৫,০০০/-) ১১. সৈয়দ মোঃ মনির হোসেন, পিতাঃ মৃত চুন্নু মিয়া, বড় স্টেশন রেলওয়ে কাঁচা কলোনী, চাঁদপুর (৫,০০০/-) ।

একই রকম খবর

Leave a Comment