এমএম কামাল, ইব্রাহিম খান : বাংলাদেশ অানসার ভিডিপির উপ-মহা পরিচালক পরিচালক(প্রশাসন) কর্ণেল মহিউদ্দিন মোঃ জাবেদ বলেছেন, অাগামি জাতীয় নির্বাচনে ৫ লক্ষ অানসার সদস্য জন নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবে।তাদেরকে সুসজ্জিত করা হবে । ইতিমধ্যে ৩০ হাজার অাধুনিক অস্ত্র ও নতুন পোশাক কেনা হয়েছে।যা নির্বাচনের অাগেই পৌঁছে দেয়া হবে।অাগামী নির্বাচন খুবই গুরুত্বপূ। এই নির্বাচনে অানসার কর্মীরা নিয়োজিত থাকবে।
রোববার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় চাঁদপুর জেলা অানসার ভিডিপির ময়দানে অানসার ভিডিপির ২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন।
চাঁদপুর জেলা অানসার কমান্ড্যান্ট এ এস এম অাজিম উদ্দিনের সভাপতিত্বে তিনি অানসার ভিডিপির সদস্যদের উদ্দ্যেশে বলেন,উন্নয়নের মাধ্যমেই নিরাপত্তা এ কথা অাপনাদের মনে রাখতে হবে।নির্বাচনে সবাইকে কাধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।তিনি বলেন, পোশাক দিলাম অস্ত্র দিলাম কিন্তু শৃঙ্খলা থাকলো না তাহলে অর্জন ভেস্তে যাবে। অতএব এ বিষয়ে সতর্ক ও সজাগ থাকতে হবে।অামাদের সম্পদের সীমাবদ্ধতা থাকতে পারে তবে কাজের মনবোল প্রবনতা অনেক।অনেক বৃদ্ধ লোক দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে এখনো কাজ করছে যা অামাদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান অালহাজ্ব ওচমান গণি পাটোয়ারী বলেন,স্বাধীনতার নেতৃত্বাধীন রাজনৈতিক দল যেন পুনরায় ক্ষমতায় অাসতে পারে এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।মুক্তি যুদ্ধের পরিক্ষিত অানসার বাহীনি।তাদের দেশ প্রেম অনেক। তিনি চাঁদপুরের তৎকালীন মুক্তিযুদ্ধকালীন সময়ে শহীদ অানসার এডজুটেন্ট অালতাব হোসেন স্মরণে জেলা কাযালয়ের সম্মুখে স্মৃতি তোরণ ও ফোয়ারা নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করবেন।
সভাপতির বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের পরীক্ষিত অানসার বাহীনি ভবিষ্যতে স্বাধীনতা বিরোধী কোন অপশক্তির বিরুদ্ধে মাতা নত করবে না। তিনি প্রধানমন্ত্রীর ভবিষ্যত স্বপ্ন বাস্তবায়নে জণ নিরসপত্তা পাশাশাশি ঘরে ঘরে উন্নয়নের দূর্গ গড়ে তোলার অাহ্বান জানান।হাজিগঞ্জ
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইমন দাশ গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণ পূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কাউসার আহমেদ,চাঁদপুর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু প্রমুখ।এদিকে প্রধাণ অতিথি অানসার বাহীনির উপ মহা পরিচালক ফরিদগঞ্জ ও কচুয়ায় পৃথক দুটি অানসার ভিডিপির সমাবেশে অারো ২ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।
এদিকে ফরিদগঞ্জের সমাবেশে তিনি বলেন,ফরিদগঞ্জ অানসার ভিডিপি অাভিকো প্রকল্পে একটি রিসোর্টসহ বহুমুখী প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলা হবে।তিনি অারো বলেন তৃণমুল অানসার ভিডিপি দলনেতা দলনেত্রী ও কমান্ডারদের সম্মানিভাতা ও সুযোগ সুবিধা বৃদ্ধির সকল ধরনের প্রচেষ্টা ইতিমধ্যেই মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান ও বিভিন্ন উপজেলার উপজেলা কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রশিক্ষক আজমাইন ভুঁইয়াসহ অন্যান্য উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকা, ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার, ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা- দলনেত্রীসহ প্রমুখ।