চাঁদপুর খবর রিপোর্ট : বিশিষ্ট আইনজীবি চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাড:আব্দুল লতিফ শেখ চাঁদপুর জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন । জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির তরফ থেকে এ সিদ্ধান্ত জানান ।
দলীয় নির্ভরযোগ্যসূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন ।এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাঁদপুর জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক পদে অ্যাড:আব্দুল লতিফ শেখকে নির্বাচিত করায় অভিনন্দন জানিয়েছেন ।উল্লেখ্য গত ১২ জুন চাঁদপুর জেলা জাতয়ি পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
সেখানে জেলা জাতয়ি পার্টির সভাপতি মনোনীত করা হয়েছে এমরান হোসেন মিয়াকে । পরবর্তীতে এখন ঢাকা থেকে সাধারণ সম্পাদক পদে অ্যাড:আব্দুল লতিফ শেখকে ঘোষনা করা হলো ।