চাঁদপুরে অধ্যক্ষ ফেন্সি হত্যাকাণ্ডে অ্যাড. জহিরুল ইসলামের পায়ের ছাপ গ্রহণ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরের আলোচিত মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় নেত্রী অধ্যক্ষ শাহিন সুলতানা ফেন্সি হত্যার ঘটনায় কারাগারে আটক প্রধান আসামী চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জাহিরুল ইসলামের পায়ের ছাপ নিয়েছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। এ পায়ের ছাপ এক্সপার্টে পাঠিয়ে সনাক্ত করা হবে । এর আগে যে সব আলামত জব্দ করা হয়েছে তাও সনাক্ত করার কাজ চলছে বলে বলে জানান চাঁদপুর গোয়েন্দা বিভাগ ।

এ ঘটানায় এজহারভ‚ক্ত আরো দু’আসামী অ্যাড. জাহিরুল ইসলামের ভাই স্থানীয় আওয়ামীলীগ নেতা খায়রুল ইসলাম নয়ন ও বোন রানু বেগমকে আটক করার জন্যে খুঁজছে পুলিশ। গত কয়েক দিনে চাঁদপুর শহরে ও তাদের নিজ গ্রামের বাড়িতে ব্যাপক অভিযান পরিচালনা করা হচ্ছে।

শুক্রবার (৮ জুন) জেলা কারাগারে অ্যাড. জহিরুল ইসলামের পায়ের ছাপ নিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তা। এ ছাপ হত্যা কাÐের সময়ে ফ্লোরে থাকা ছাপের সাথে মিলনোর জন্য ফরেন্সি বিভাগে (এক্সপার্ট) ফেরণ করা হয়।

এদিকে শুক্রবার (৮ জুন) ঘটনার সাথে জড়িত থাকা স্বামী অ্যাড. জহিরুল ইসলামকে রিমান্ডে নেয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে আজ শনিবার (৯ জুন) রিমান্ডে নেয়ার কথা রয়েছে।

মামমলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন শুক্রবার দৈনিক চাঁদপুর খবরকে জানান, ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত প্রধান আসামীর ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার থেকে রিমান্ডের কার্যক্রম শুরু করার কথা থাকলেও তা পরিবর্তন করে শনিবার রিমান্ড শুরুর কথা রয়েছে।

তিনি আরো বলেন, এজহার ভ‚ক্ত ৪ আসামীর মধ্য প্রথাম আসামী স্বামী অ্যাড. জহিরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে আটক করা হয়েছে। আর বাকি দু’আসামী অ্যাড. জহিরুল ইসলামের ভাই নয়ন ও ভোন রানু বেগমকে গ্রেফতার কারা জন্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

গত বুধবার (৬ জুন) শেষ বিকেলে মামলার গ্রেফতারকৃত প্রধান আসামী অ্যাড. জহিরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগমকে আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা আদালতে উভয় আসামীর ৫ দিন করে রিমান্ডের আবেদন করলেও বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ কায়সার মোশারফ ইউসুফ শুধুমাত্র প্রধান আসামীর ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর এ রিমান্ড আজ শনিবার (৯ জুন) কার্যকর করা হবে।

এছাড়া বৃহস্পতিবার (৭ জুন) অ্যাড. জহিরুল ইসলামের দু’মেয়ে ডা. পুস্পা ও পদ্মা এবং নিহত ফেন্সির ভাইয়ের বৌ ও ভাইয়ের ছেলে জবানবন্দী দিয়েছেন। পরিবারের সদস্যের জবানবন্দীতে নিশ্চিত হওয়া যায় অ্যাড. জহিরুল ইসলাম তার স্ত্রীকে হত্যা করেছে।

প্রসঙ্গত, গত সোমবার (৪ জুন) সন্ধ্যার কোনো এক সময় নিজ বাসার ভেতরে খুন হন অধ্যক্ষ ফেন্সি। চাঁদপুর শহরের ষোলঘর এলাকার শেখ বাড়ি রোডে অবস্থিত নিজের চারতলা বাড়ির দ্বিতীয় তলায় এ হত্যাকাÐের ঘটনা ঘটে।

নিহত শাহিন সুলতানা ফেন্সি ফরিদগঞ্জের গল্লাক কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রিয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভা নেত্রী এবং স্বামী আটক জহিরুল ইসলাম চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাকদ ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। তার দ্বিতীয় স্ত্রী জুলেখা বেগম এ ঘটনায় কারাগারে আটক রয়েছে।

একই রকম খবর

Leave a Comment