আজ শাহ্তলীতে অ্যাড. তাহের রুশদীর চেহলাম

স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর সদর উপজেলা ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মরহুম অ্যাডভোকেট তাহের হোসেন রুশদীর চেহলাম (কুলখানি ) আজ শনিবার (৪ আগস্ট) সকাল ১১ টায় মরহুমের শাহতলীস্থ রুশদী বাড়িতে অনুষ্ঠিত হবে।

আজ শাহতলীস্থ রুশদী বাড়িতে সকাল ১০টায় কোরআন খানি, মরহুমের করব জিয়ারত ও মরহুমের রুহের মাগফিতার কামনায় দোয়া ও মুনাজত অনুষ্ঠিত হবে এবং খানাপিনার আয়োজন রয়েছে।

উক্ত চেহলাম অনুষ্ঠানে এলাকাবাসী,স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-ম্যানেজিং কমিটি-গভনির্ং বডির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত সুধীজনদের উপস্থিত হওয়ার জন্যে মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন, মরহুমের ছেলে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী।

একই রকম খবর

Leave a Comment