আদালত প্রতিবেদক ॥ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডঃ তাহের হোসেন রুশদীর মৃত্যুতে শোকসভা ও ফুলকোর্ট রেভারেন্স পালিত হয়েছে। ফুলকোট রেভারেন্সে পালন করা হয় জেলা ও দায়রা জজ আদালতে । ফুলকোট রেভারেন্সে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁন। উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারকও আইনজীবীগন। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করেন অ্যাডঃ মোঃ তাহের হোসেন রুশদী।
গতকাল বুধবার দুপুর ১২টায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে শোকসভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ আবদুল লতিফ শেখ। সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল-মামুনের পরিচালনায় শোক সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আলহাজ্ব অ্যাডঃ মোঃ মোবারক হোসেন। শোক বার্তা পাঠ করেন সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল-মামুন।
শোক সভায় বক্তব্য রাখেন পিপি অ্যাডঃ আমান উল্লাহ, সিনিয়র আইনজীবী অ্যাডঃ আলহাজ্ব কাজী হাবিবুর রহমান, অ্যাডঃ ইকবাল বিন বাশার, অ্যাডঃ মোঃ আহসান হাবিব, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ আলহাজ্ব মোঃ মজিবুর রহমান ভূইয়া, অ্যাডঃ মোঃ আতিকুর রহমান, অ্যাডঃ আলহাজ্ব নাছির উদ্দিন চৌধুরী, অ্যাডঃ তোফায়েল হোসেন জোসেফ, অ্যাডঃ সহিদুল্লাহ পাটওয়ারী, অ্যাডঃ মোঃ এমরান হোসেন, অ্যাডঃ মোরশেদ আলম তালুকদার বাবুল, অ্যাডঃ আব্দুল্লাহিল বাকী,
অ্যাডঃ দেবাশিষ কর মধু, অ্যাডঃ তোফাজ্জল হোসেন মিয়া, অ্যাডঃ আব্দুল হালিম পাটওয়ারী প্রমুখ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। শোকসভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাডঃ আলহাজ¦ কাজী মুজাম্মেল হোসেন।