চাঁদপুর মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন (বিএমটিএম) চাঁদপুর জেলা শাখার আয়োজনে ও সংগঠনের সিনিয়র সহ সভাপতি ডাঃ মোঃ মাসুদ হাসানের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ মে শনিবার বিকেলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মিলনায়তে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ জামাল সালেহ উদ্দিন, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আনোয়ারুল আজিম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মাহাবুবুর রহমান, জেলা বিএম এর সভাপতি ডাঃ নুরুল হুদা, সাধারন সম্পাদক ডাঃ মাহমুদুন নবী মাসুম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, এডভোকেট মোঃ সাফুদ্দিন বাবু।

সংগঠনের সভাপতি মোঃ অাব্দুল মালেক মিয়াজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ অাহসান হাবিব ফিরোজের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মানিক মজুমদার সোহাগ।

একই রকম খবর