আহম্মদ উল্যাহ : চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন ওনার্স অ্যাসোসিয়েশন ২০১৮ এর বৃত্তি, সনদ প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সোমবার (১৪ মে) সকাল ১০ টায় চাঁদপুর রোটারী ভবনে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের মনোনয়ন প্রত্যাশী ও সিটি নিয়ন গ্রæপের পরিচালক আলহাজ্ব মো. রেদওয়ান খান বোরহান।
তিনি তার বক্তবে বলেন, আল্লাহ মানুষকে তিনটি জিনিস শিক্ষা দিয়েছেন। এগুলো মানুষের দৈনন্দীন জীবনে বাস্তবায়ন করলে আমাদের জীবন সুন্দর ভাবে পরিচালিত হবে। তা হলো ঈমান, জ্ঞান ও কর্ম। আমাদের কর্ম আমাদের ভাগ্য নির্ধরণ করে। আপনার ছাত্র-ছাত্রীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করতে হলো ভালো স্কুলের সন্ধান করতে হবে।
তিনি বলেন, চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের দ্বারা পরিচালিত স্কুল গুলোর পরীক্ষার ফলাফল অনেক ভালো হচ্ছে। গ্রামের স্কুল গুলোকে সু-পরামর্শ এবং নেতৃত্ব দিয়ে স্কুল গুলোর পড়ালোখার মান উন্নয়ন করছে। আমি ব্যক্তিগত ভাবে এ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যাবদ ও কৃতজ্ঞতা জানাই।
আলহাজ্ব মো. রেদওয়ান খান বোরহান বলেন, আপনার আপনাদের সন্তাকে মানুষের মত মানুষ করেতে হলে ভালো প্রতিষ্ঠানে পড়াবের।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি, নাট্যকার ও সমাজসেবক এস. এম জয়নাল আবেদীন।
চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও অ্যাসোসিয়েশনের পরিক্ষা নিয়ন্ত্রক পীরজাদা মাওলানা মু. মাহফুজ উল্যাহ খান ইউসূফীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন) ডা. মো. সাইফুল ইসলাম সোহেল, কর্ণার গ্রæপের চেয়ারম্যান রোটা. মো. আব্দুল্লাহ আল-মামুন, চাঁদপুর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. ওমর ফারুক, চাঁদপুর লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বদরুল হক শামীম, চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলুল কমির বাসেত, উপ-পরিক্ষা নিয়ন্ত্রক মো. হারুনুর রশীদ, পরীক্ষা সচিব মো. জায়েদুর রহমান খান জহির,সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক নাজমুল হোসেন পাটওয়ারী,৪নং শাহমাহমুদপুর ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান পাটওয়ারী প্রমুখ।
এ ছাড়া আরো বক্তব্য রাখেন, আকবর হোসাইন, মোহাম্মদ উল্যাহ, ফরিদুল উকিল, গিয়াস উদ্দিন আহমেদ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সহকারী বার্তা সম্পাদ আহম্মদ উল্যাহ।
প্রসঙ্গত, চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন ওনার্স অ্যাসোসিয়েশন এর ২০১৭ সনে বৃত্তি পরীক্ষায় ( চাঁদপুর, হাজীগঞ্জ, বাকিলা ও ফরিদগঞ্জ কেন্দ্রে প্রায় এক হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার মধ্যে সাড়ে ৩শ’ পরীক্ষার্থীকে বৃত্তি, সনদ ও সংবর্ধনা প্রদান করা হয়।