স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান এর সাথে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ভবনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টহাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান।
তিনি তার বক্তব্যে বলেন, চাঁদপুর জেলায় জজশীপ- আইনজীবীদের ও বেঞ্চের মধ্যে সু-সম্পর্ক রয়েছে। তার প্রমান এই পর্যন্ত কারো বিরুদ্ধে এ জেলায় আন্দোলন হয়েছে বলে শুনা যায় নি। চাঁদপুর বারের খুব খারাপ অবস্থা। নতুন ভবন হয়েছে, তাও আবার টিনসেড। এটা খুবই দুঃখজনক।
তিনি বলেন, নিজ কর্মকে সকলে প্রাধান্য দিতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টাায় এ দেশ সোনার বাংলায় রুপান্তরিত হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আমাদের কে যে যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে। সকলের সাথে সকলের সম্বনয়ে কাজ করলে অনেক কাজই দ্রুত শেষ করা সম্ভব। তিনি বিচারক ও আইনজীবীদের উদ্দেশ্যে বলেন আমাদেরকে সঠিক সময় ও আদালতে নিয়মের মধ্যে কাজ করে যেতে হবে। আমরা সঠিক সময় ও মামলাগুলো দ্রুত নিস্পতি করতে পারলে বিচারপ্রাথীরাও উপকার পাবে।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ আবদুল লতিফ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের ( জেলা জজ ) বিচারক আঃ মান্নান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আহসান তারেক, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মোঃ কায়সার মোশারফ ইউসুফ, যুগ্ম জেলা জজ-১ মোঃ মিজানুর রহমান খান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ সাদী রহমান।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আবদুল্লাহ আল মামুনের পরিচালনায় সভায় অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডঃ আলহাজ¦ কাজী হাবিবুর রহমান, অ্যাডঃ রুহুল আমিন-১, অ্যাডঃ ইকবাল বিন বাশার, অ্যাডঃ কামরুল ইসলাম, অ্যাডঃ আবু তাহের পাটওয়ারী, অ্যাডঃ রুহুল আমিন সরকার, অ্যাডঃ আলহাজ্ব মোঃ মোবারক হোসেন, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ আহসান হাবিব, অ্যাডঃ শেখ আবুল খায়ের সালেহ, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডঃ জাকির হেসেন, অ্যাডঃ শহিদুল্লাহ পাটওয়ারী, অ্যাডঃ মনোয়ারুল ইসলাম , অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী , অ্যাডঃ মোহাম্মদ বাবর বেপারী প্রমূখ। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান এর জীবন বৃত্তান্ত পাঠ করেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ আবদুল্লাহ হিল বাকি।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন অ্যাডঃ আব্দুর রহমান ওগীতা পাঠ করেন অ্যাডঃ বিক্রমজিত মজুমদার পলাশ।