স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর পৌর সভার মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, এক সাগর রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে জিয়াউর রহমান খন্দকার মোশতাককে সামনে রেখে খুনিদের নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। তাদের এই ধরণের কর্মকান্ড নতুন প্রজন্মকে জানাতে হবে। জিয়াউর রহমান এছাড়াও জামায়াতের নেতা নিজামী ও গোলাম আজমকে দেশে এনে বহুদলীয় গণতন্ত্রের নামে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। আমি স্পষ্ট করে বলতে চাই বঙ্গবন্ধুর খুনি হচ্ছে জিয়াউর রহমান।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে নতুন বাজার পানির ট্যাংকি মাঠ প্রাঙ্গনে ১০নং ওয়ার্ড চাঁদপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বসন্তের কোকিলরা যেন দলে প্রবেশ করতে না পারে। যারা ত্যাগী নেতা তাদেরকে মূল্যায়ন করতে হবে। নারী নেতৃত্ব এখন সব জায়গায় এগিয়ে। এই ওয়ার্ডের নেতৃত্বে নারীদেরকে মূল্যায়ন করবেন।
মেয়র বলেন, এই দেশের মানচিত্র ও স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদেরকেই ধরে রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় আমাদেরকে কাজ করতে হবে।
ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সদস্য সচিব সালাহ উদ্দিন মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি বক্তব্যে বলেন, মহান বিজয়ের মাসে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বীর শহীদ ও আমার বন্ধু শহীদ জাবেদসহ চাঁদপুরের সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই ওয়ার্ড খুবই শক্তিশালী সাংগঠনিক ওয়ার্ড। আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে এই ওয়ার্ডের অনেক ভূমিকা ছিলো। এই ওয়ার্ডে বসবাসকারী অনেক ত্যাগী নেতা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল বলেন, বদলেগেছে বাংলাদেশ। আমাদের প্রাণ প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। কোন অপশক্তি উন্নয়নের এই ধারাবাহিকতা বন্ধ করে রাখতে পারবে না। এই এলাকার বেশীরভাগ মানুষ শিক্ষিত। আপনারা এমন একজনকে নেতা নির্বাচন করবেন, যার মধ্যে নেতৃত্বের গুনাবলী আছে।
সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে রাখেন চাঁদপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ এবং প্রধান বক্তারা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।
আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সদস্য আইয়ুব আলী বেপারী, মুক্তিযোদ্ধা শহীদ জাবেদের ভাই রফিকুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান ভুঁইয়া কালু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি রোটা. হাজী আবুল কাশেম গাজী, নুরুল ইসলাম নুরু, চাঁদপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা প্রমূখ।
উপস্থিত ছিলেন জেলা, উপজেরা, পৌর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের বহু নেতা-কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাজী আবুল কাশেম গাজী। দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন সম্মেলনের অতিথিবৃন্দ। মহান বিজয়ের মাস উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে একমিনিট নিরবতা পালন করা হয়।