মাসুদ হোসেন : বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী চাঁদপুর হাইমচর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা: দীপু মনি এমপি বলেছেন, আপনাদেরকে আমি নির্বাচনী প্রতিশ্রুতি যা যা দিয়েছি তার চেয়ে বেশী দিতে পেরেছি।
এর সব অবদান জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা সবসময় থাকবে। ছাত্র আন্দোলনের বিষয়ে ডা: দীপু মনি বলেন, ছাত্র আন্দোলনে বিভিন্ন সন্ত্রাসী ঢুকে আওয়ামী লীগ অফিস ও সাংবাদিকদের উপর আক্রমন করে। তাদের সবাইকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে। বর্তমান সরকার চায় দেশের মানুষ শান্তিতে বাস করুক। তার জন্য নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এ সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও গণভোজ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো মোস্তফা কামাল কালাম পাটওয়ারীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আল-মামুন পাটওয়ারী। এসময় চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারন সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, যুগ্ম সাধারন সম্পাদক আঃ আজিজ খান বাদল, সাঙ্গঠনিক সম্পাদক মোঃ আইউব আলী বেপারী, চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ্ (অলী), জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম রোমান, রামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা মোঃ মোক্তার আহম্মেদ মাষ্টার, সহ-সভাপতি সোহরাব হোসেন পাটওয়ারী, যুবলীগের সভাপতি মোঃ আহসান পাটওয়ারী, সাধারন সম্পাদক মোহসীন খান, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন মজুমদার, সাধারন সম্পাদক জসিম উদ্দিন মজুমদারসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।